আমার গাঁয়ের রঙ যে সবুজ
নিপূণতায় ঘেরা
অন্য দশটি গাঁয়ের চেয়ে
আমার গাঁ-ই সেরা।
আমার গাঁয়ের গাছ-গাছালি
চমকপ্রদ সরু
মাত্র কেবল মানুষ নহি
সভ্য ছাগল-গরু।
আমার গাঁয়ের লতা-পাতা
হাওয়ায় কী যে দুলে
আলতো বাতাস লাগছে যেনো
বলা তরুণীর চুলে।
আমার গাঁয়ের মাঠে-ঘাঁটে
সারিবদ্ধ ঘাস
কেউ কী তারে করছে রূপন
ধাঁধানো বারো মাস।
আমার গাঁয়ের পুকুর-জলে
খেলছে যে সব মাছ
ওরাই যেনো সর্ব সুখি
উপরে যেন কাঁচ।
আমার গাঁয়ের ধূলোবালি
দেহে যখন চুমে
আনন্দ দেয় মন-মানসে
নিদ্রা আনে উমে।
আমার গাঁয়ের ক্ষেত-খামারে
দেশ-দশের উন্নতি
সহজ-সরল কৃষক ওরাই
একেক দামি রতি।
আমার গাঁয়ের পশু-পাখির
গুঞ্জন আপন ঘরে
বিশ্ব কাঁপানো শিল্পী যেন
নিত্য গান করে।
আমার গাঁয়ের সকাল বেলা
গো-ধূলি পরিবেশ
রাত্রি সব চাঁদনির মতো
পূর্ণিমাতেই শেষ।
আমার গাঁয়ের শিশু-কিশোর
আবাল বৃদ্ধজন
অতি সহজ মাটির মানুষ
কোমল তাদের মন।
আমার গাঁয়ের মা-বোনেরা
সভ্য ব্যপক নারী
আড়ালে থাকে খোদার ডরে
তাহাজ্জুদ গুজারী।
আমার গাঁয়ের আলো-বাতাস
সর্বদা দেয় প্রীতি
ভুলার মতন কখনো না
মন মাতানো স্মৃতি।
-আজিজ রজভী
১০ আগস্ট-২০২০
পথিক, চট্টগ্রাম।