লেবাননের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তার নেতৃত্বে একদল আন্দোলনকারী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দখলের ঘোষণা দিয়েছেন।
বৈরুতের প্রাণকেন্দ্রে অবস্থিত মন্ত্রণালয়টি প্রায় ২০০ মানুষ ঘেরাও করেন। বিক্ষোভ মিছিলের পর, গতকাল (শনিবার) আন্দোলনকারীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনে ঢুকে পড়েন। দখলের এ ঘটনা দেশটির টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ভবনের সামনে দাঁড়িয়ে সাবেক সেনা কর্মকর্তা সামি রামমাহ হ্যান্ডমাইকে বলেন: বিপ্লবের অংশ হিসেবে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় দখল করছি। লেবাননের ভারাক্রান্ত সব মানুষ দুর্নীতির বিচার চায়। আমরা আরব লিগসহ সব মিত্র দেশকে আমাদের এই বিপ্লবকে লেবাননের সত্যিকারের প্রতিনিধি হিসেবে বিবেচনার আহ্বান জানাচ্ছি।
বিক্ষোভকারীদের আরেকটি দল লেবাননের অ্যাসোসিয়েশন ব্যাংকের প্রধান কার্যালয় দখলের চেষ্টা করে।
বৈরুতের ভয়াবহ বিস্ফোরণের পর, দেশটির সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। ঐ ঘটনায় এ পর্যন্ত ১৬০ জন নিহতের পাশাপাশি ৬ হাজার আহত হয়েছেন।
এদিকে, লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব জাতির উদ্দেশে টেলিভিশন ভাষণে দেশটিতে আগামী সংসদ নির্বাচনের ডাক দিয়ে বলেছেন: মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনায় দায়ী প্রত্যেককে সাজা না দেয়া পর্যন্ত তদন্ত চলবে। এ সংকট থেকে মুক্তি পাবার একমাত্র উপায় আগাম সংসদ নির্বাচন।
এর আগে বিক্ষোভকারীরা রাজধানী বৈরুতে পররাষ্ট্রমন্ত্রণালয়ে হামলা চালায়। তারা প্রেসিডেন্টের ছবি নামিয়ে ফেলে এবং বিভিন্ন নথি ছিঁড়ে ফেলে।
মঙ্গলবারের বিস্ফোরণে গতকাল পর্যন্ত ১৫৮ জন নিহত হয়েছে। তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্যে ১৯ জনকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে।
সূত্র: এএফপি ও আল-জাজিরা।