আপনার ফোনে একটি এসএমএস আসলো। বলা হলো আপনি বৃত্তির টাকা পাচ্ছেন এবং তাদের দেয়া নাম্বারে যোগাযোগ করে টাকাগুলো আদায় করে নিতে। আপনিও সরল মনে তাদের সাথে যোগাযোগ করলেন, যোগাযোগ করা হলে তারা বলে আপনার বিকাশের স্টুডেন্ট একাউন্ট আপডেট করতে হবে সুতরাং যেভাবে বলা হবে সেভাবে করবেন।
এভাবেই আপনাকে ফাঁদে ফেলে, আপনার পাসওয়ার্ড কিংবা পিন আদায় করে নিয়ে আপনার একাউন্টের সব টাকা হাতিয়ে নেওয়াই এদের উদ্দেশ্য।
তাহলে কীভাবে এমন প্রতারণার হাত থেকে বাঁচতে পারেন?
• পাসওয়ার্ড অনেক নাজুক ও সংবেদনশীল বিষয়, তাই কখনোই কারো সাথে কোনো অবস্থাতেই পাসওয়ার্ড কিংবা পিন শেয়ার করবেন না। কোনো প্রতিষ্ঠান কোনো অবস্থাতেই আপনার পাসওয়ার্ড চাইবে না। যদি চায় তবে বুঝে নিবেন নিশ্চয়ই আপনাকে ফাঁদে ফেলা হচ্ছে।
° ইদানিং প্রতারকরা পাসওয়ার্ড/পিন সরাসরি না চেয়ে তারা বলে আপনার পাসওয়ার্ডটিকে তাদের দেয়া একটি সংখ্যা দিয়ে গুন দিয়ে গুনফল বলতে। আপনি বিশ্বাস করে গুনফল বললে তারা কেবল ঐ গুনফলকে তাদের দেয়া সংখ্যা দিয়ে ভাগ করলেই আপনার পাসওয়ার্ড/পিন পেয়ে যাচ্ছে।
° যদি কেউ আপনাকে *২৪৭*—–# এমন কিছু ডায়াল করতে বলে তাহলে ১০০% নিশ্চিত যে আপনি প্রতারকের পাল্লায় পরেছেন।
• এ প্রতারক চক্র আপনার কাছে থেকে আর একটি নম্বর চাইতে পারে যেখানে সে কথা বলে আপনাকে ইন্সট্রাকশন দেবে আর বিকাশ একাউন্ট থাকা সিম যুক্ত সেটে কাজ করতে বলবে। এটি কখনই করবেন না।
• যেকোনো বিষয়ে দ্বিধান্বিত হলে কিংবা প্রতারিত হচ্ছেন মনে হলে যোগাযোগ করুন নিম্নোক্ত ঠিকানায়
ফেসবুক পেজ-
Cyber Police Centre, CID, Bangladesh Police