দখলদার ইসরাইলের সেনাবাহিনী নিজেদের একটি ড্রোন ভূপাতিত করেছে। হিজবুল্লাহ আতঙ্কে তারা এটা করেছে বলে ধারণা করা হচ্ছে।
ইসরাইল বলছে – তাদের সেনাবাহিনী ড্রোনটিকে দেখে ভেবেছিলো তা লেবানন থেকে তাদের আকাশে ঢুকেছে। ড্রোনটি যে তারা নিজেরাই উড়িয়েছিলো, তা তারা ভুলে গিয়েছিলো।
ড্রোন ভূপাতিত করার পর, ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র এ খবর টুইটারে প্রচার করে। পরে ইসরাইলি গণমাধ্যম বিভিন্ন সূত্রে নিশ্চিত হয় যে, ভূপাতিত ড্রোনটি ইসরাইলের নিজের।
ক-দিন আগে ইসরাইল দাবি করেছিলো – লেবাননের হিজবুল্লাহর যোদ্ধারা ইসরাইলি ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে এবং তাদের সঙ্গে সংঘর্ষ হয়। কিন্তু হিজবুল্লাহ তৎক্ষণাৎ ইসরাইলি দাবি প্রত্যাখ্যান করে বলে, তারা এ ধরণের কোনো চেষ্টা চালায়নি।
সম্প্রতি সিরিয়ায় ইসরাইলি হামলায় হিজবুল্লাহর এক সেনা নিহত হওয়ার পর, হিজবুল্লাহ ইসরাইলকে হুমকি দেয়। তখন থেকেই মারাত্মক আতঙ্কে রয়েছে দখলদার সেনারা।
সূত্র: দৈনিক হারেৎস ও পার্সটুডে।