বাংলাদেশ ২০১৯ সালে RMG রপ্তানিতে ২য় অবস্থান অর্জন করেছে। গত সপ্তাহে বিশ্ব বাণিজ্য সংস্থা(WTO) জেনেভায় এক সম্মেলনে এ ঘোষণা দেয়। এ সময়ে বাংলাদেশের Global Clothing Export Market Share ছিলো ৬.৮০ যা ২০১৮ সালে ছিলো ৬.৪০! বিশ্ব বাণিজ্য সংস্থা(WTO) বলছে বাংলাদেশ ২০১৯ সালে ৩৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে বিশ্বের বিভিন্ন দেশে।
প্রসঙ্গত, ২০১৯ সালে RMG রপ্তানিতে টপ পাঁচটি দেশের export market share ছিলো যথাক্রমে চীন(৩০.৮%), বাংলাদেশ(৬.৮০%), ভিয়েতনাম(৬.২%), ভারত(৩.৫%), তুরস্ক(৩.২%)।
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৮% এর মধ্যে গার্মেন্টস সেক্টরের অবদান ছিলো ২%! ২০১৯ সালে চীন-আমেরিকার মধ্যে যে বাণিজ্য যুদ্ধ সংঘটিত হয়েছিলো এর ফলে চীন থেকে অনেক ক্রেতা গন্তব্য পরিবর্তন করে বাংলাদেশ ও ভিয়েতনামের মতো দেশের কাছে ভিরে। সেক্ষেত্রে বাংলাদেশ তার পুরো সুযোগটাই ভালোভাবে কাজে লাগায়।
গত পাঁচ বছরে বাংলাদেশ বিশ্বব্যাপী পোশাক রফতানির শতাংশ দেখাচ্ছে; Image Source: rmgbd.net
বিঃদ্রঃ বাংলাদেশ RMG সেক্টরে competitive advantage পেয়ে থাকে যার ভবিষ্যৎ সামনে আরো উজ্জ্বল কারণ চীনে শ্রমিকের মূল্য বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া বাংলাদেশ কয়েকটি গভীর সমুদ্রবন্দরের মালিক হচ্ছে খুব শীঘ্রই এর ফলে বাংলাদেশের পণ্য রপ্তানিতে লিড টাইম কমে যাবে যার ফলে পণ্য উৎপাদনে economy of scale নিশ্চিত করা যাবে।