জাপানের হিরোশিমা শহরে মার্কিন পারমাণবিক বোমা হামলার ৭৫ম (পঞ্চসপ্ততিতম) বার্ষিকী উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এক ভিডিও বার্তায় বলেছেন: হিরোশিমার জঘন্য ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
১৯৪৫ সালের ৬ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বোমা হামলায় হিরোশিমার হাজার হাজার মানুষ নিহত হয়েছিলেন। একে ‘আঁধার দিবস’ আখ্যায়িত করে এরদোয়ান বলেন: আমরা জাপানি জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি; বিশেষ করে, যারা ৭৫ বছর আগে দুঃখ পেয়েছিলেন এবং যারা তাদের প্রিয়জন হারিয়েছেন। জাপানের হিরোশিমা থেকে আমরা জঘন্য ঘটনার শিক্ষা পেয়েছি। অতীতের ভুলগুলো পুনরাবৃত্তি না করতে এ দিনটি থেকে আমাদের সিদ্ধান্ত নেয়া উচিত।
উল্লেখ্য, ১৯৪৫ সালের ৬ই আগস্ট সকালে মার্কিন বিমান বাহিনী জাপানের হিরোশিমা শহরের ওপর ‘লিটল বয়’ নামের নিউক্লীয় বোমা ফেলে এবং এর তিনদিন পর নাগাসাকি শহরের ওপর ‘ফ্যাট ম্যান’ নামের আরেকটি নিউক্লীয় বোমা ফেলে।
অনুমান করা হয় যে, প্রথমটিতে হিরোশিমায় প্রায় ১ লাখ ৪০ হাজার এবং নাগাসাকিতে প্রায় ৭৪ হাজার লোক মারা যান। পরবর্তীকালে এ দু শহরে বোমার পার্শ্ব-প্রতিক্রিয়ায় সৃষ্ট রোগে আক্রান্ত হয়ে মারা যান আরও ২ লাখ ১৪ হাজার মানুষ। জাপানের আসাহি শিমবুন-এর হিসেবে বোমার প্রতিক্রিয়ায় সৃষ্ট রোগগুলোর ওপর হাসপাতাল থেকে পাওয়া তথ্য গণনায় ধরে হিরোশিমায় ২ লাখ ৩৭ হাজার এবং নাগাসাকিতে ১ লাখ ৩৫ হাজার লোকের মৃত্যু ঘটে। দু শহরেই এ মৃতদের অধিকাংশই ছিলেন বেসামরিক ব্যক্তি।
সূত্র: আনাদোলু এজেন্সি ও ডেইলি সাবাহ।
পছন্দের আরো লেখা