বৃহস্পতিবার মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক কমিটিতে শুনানিকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন: দু বছর আগে সিরিয়ার একটি সামরিক ঘাঁটিতে হামলা চালাতে গিয়ে ৩০০ রুশ সেনা মারা যায় এবং তা ছিলো মস্কোর জন্যে সতর্ক বার্তা।
পম্পেও বলেন: সিরিয়ার তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে অবস্থিত ঐ ঘাঁটিতে মার্কিন সেনাদের পাশাপাশি কুর্দি গেরিলারা অবস্থান করছিলো। সেখানে রুশ সেনারা হামলা চালাতে গেলে, সে অভিযান ব্যর্থ হয়।
আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাদেরকে হত্যার জন্যে তালেবানকে অর্থ দিচ্ছে রাশিয়া – এমন অভিযোগের বিষয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কোনো কথা বলেননি এবং এ নিয়ে যখন চরম সমালোচনা চলছে, তখন সিনেটে এ শুনানি হয়। দৃশ্যত এ বিষয়টি আড়াল করতে পম্পেও সিরিয়ায় রুশ সেনাদের নিহত হওয়ার কাহিনী টেনে আনেন।
পম্পেও বলেন: আমি মনে করি – ভ্লাদিমির পুতিনসহ কোনো রুশ নেতার মনে সন্দেহ নেই যে, আমেরিকা আশা করে – তার কোনো নাগরিককে হত্যা করা যাবে না। আমি আপনারদেরকে প্রতিশ্রুতি দিতে পারি, সিরিয়ায় যেসব রুশ সেনা আমেরিকার সেনাদের হত্যা করতে গিয়েছিলো – তারা কেউ এ দুনিয়ায় নেই।
সূত্র: পার্সটুডে।
পছন্দের আরো লেখা