লিবিয়া ইস্যুতে সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের মাঝে বাগযুদ্ধ তীব্রতর হয়েছে। লিবিয়ার বিদ্রোহী গোষ্ঠীকে (এলএনএ) সমর্থন দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রিপোলিভিত্তিক সরকারকে (জিএনএ) সমর্থন দিচ্ছে তুরস্ক।
সম্প্রতি লিবিয়ায় সংযুক্ত আরব আমিরাতের ভূমিকা নিয়ে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার যে বক্তব্য দিয়েছেন – তার নিন্দা জানিয়ে আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গারগাশ বলেছেন: আরব রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে তুরস্ককে হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে। হুমকি দিয়ে সম্পর্ক রক্ষা করা যায় না এবং আধুনিককালে ঔপনিবেশিক চিন্তার (সালতানাতের দিকে ইঙ্গিত করে) কোনো জায়গা নেই।
এর আগে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী লিবিয়ায় সংযুক্ত আরব আমিরাতের বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ডের নিন্দা করে বলেন: সিরিয়ায় যা করেছে সংযুক্ত আরব আমিরাত – লিবিয়ায় এখন তা-ই করছে। এসবই রেকর্ড করা থাকছে। সময় মতো সঠিক স্থানে সঠিক সময়ে এর হিসাব-নিকাশ চুকিয়ে দেয়া হবে।
আল-জাজিরা টেলিভিশন চ্যানেলকে হুলুসি আকার বলেন: আবুধাবিকে জিজ্ঞেস করা জরুরি যে, কোথা থেকে এ শত্রুতা, এ অভিপ্রায় এবং এ হিংসা-বিদ্বেষ তাদের মনে এলো?
সূত্র: আল-জাজিরা।
পছন্দের আরো লেখা