পাকিস্তানে তাহির আহমেদ নাসিম নামে এক ভণ্ডনবীকে আদালতে শুনানিকালে গুলি করে হত্যা করা হয়েছে। সে নিজেকে নবী দাবি করেছিলো।
এ নিয়ে গতকাল (বুধবার) পাকিস্তানের পেশোয়ার শহরে একটি আদালতে শুনানি চলছিলো। আদালতে উপস্থিত এক আইনজীবী বলেন: হামলাকারী প্রথমেই বলে, তাহির আহমেদ আহমাদী (কাদিয়ানী গোষ্ঠীর)। তাকে কালেমা তাইয়্যেবা পড়তে বলা হয়। এরপরই গুলি চালানো হয়। তাকে লক্ষ্য করে ৬টি গুলি করা হলে, সে মারা যায়।
ঘটনাস্থল থেকে হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে ঐ ভণ্ডনবীকে হত্যা করার কথা স্বীকারও করেছে।
নিজেকে নবী দাবি করে ধর্ম অবমাননার অভিযোগে ২০১৮ সাল থেকে পুলিশি হেফাজতে ছিলো নাসিম। পাকিস্তানে ধর্মীয় আইন খুব কড়াকড়ি। সুনির্দিষ্ট কিছু অপরাধের জন্যে সেখানে মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হয়। নিজেকে নবী দাবিকারী নাসিম পাকিস্তানের দণ্ডবিধির ২৯৫-এ, ২৯৫-বি এবং ২৯৫-সি ধারা লঙ্ঘন করেছে। এসব দণ্ডবিধি ইসলাম অবমাননার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। মহানবী হযরত মুহাম্মাদের (সল্লাল্লাহু ’আলাইহি ওয়া সাল্লাম) পবিত্র নামকে সুরক্ষিত রাখা হয়েছে এতে। তা লঙ্ঘনে মৃত্যুদণ্ড অবধারিত।
সূত্র: আল-জাজিরা।