অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এস-৪০০ চীনে সরবরাহ স্থগিত করেছে রাশিয়া। প্রায় পাঁচ মাস ধরে এ সরবরাহ বন্ধ রয়েছে। পুনরায় কবে নাগাদ তা চালু হবে বা আদৌ হবে কিনা – এ ব্যাপারে কিছুই জানায়নি রাশিয়া।
চীনা গণমাধ্যমের বরাতে এ খবর প্রকাশ করেছে ভারতীয় একাধিক মিডিয়া। বলা হচ্ছে, দু দেশের কূটনৈতিক দ্বন্দ্বে রাশিয়া এ সিদ্ধান্ত নিয়েছে।
মিসাইল সিস্টেমটির সরবরাহ নিয়ে একাধিক জটিলতার কথা তুলে ধরেছে মস্কো; যেমন- এ সিস্টেম পৌঁছে দিতে এবং এর ব্যবহারের জন্যে প্রশিক্ষণ দিতে রুশ সেনা কর্মকর্তাদের চীনে যেতে হবে। একইভাবে চীনা সেনা কর্মকর্তাদেরও প্রশিক্ষণের জন্যে রাশিয়া আসতে হতে পারে। কিন্তু করোনা মহামারীর আবহে তা সম্ভব নয়। তাই, আপাতত অস্ত্রগুলোর সরবরাহ সম্ভব নয়।
তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি গুপ্তচরবৃত্তির অভিযোগে মস্কো ও বেইজিংয়ের সম্পর্কে ফাটল ধরেছে! চীনের হাতে গোপন তথ্য তুলে দেয়ার অভিযোগে, সেন্ট পিটার্সবার্গ আর্কটিক সোশ্যাল সায়েন্স অ্যাকাডেমির প্রেসিডেন্ট বেলেরি মিটকোকে গ্রেপ্তার করেছে রাশিয়া।
এছাড়া, এক বিবৃতি দিয়ে বেইজিং অভিযোগ করেছে – তৃতীয় কোনো দেশের (ভারত) ইশারাতেই তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম সরবরাহ করতে চাইছে না রাশিয়া। নাম উল্লেখ না করলেও ভারতের দিকেই যে ইঙ্গিত করেছে বেইজিং, তা স্পষ্ট।
সূত্র: সোহু, হিন্দুস্তান টাইমস ও জাস্ট আর্থ নিউজ।