হাজিয়া সোফিয়া মসজিদে এবার চালু হচ্ছে পবিত্র কুরআন শিক্ষার আসর।
তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের প্রধান আলী ইরবাস সাংবাদিকদের বলেন: আমি আশা করি, অনেক লোক এ মসজিদে নামাজ পড়বেন। তারা তাঁদের ধর্ম এখান থেকে শিখবেন। আমরা হাজিয়া সোফিয়ায় পুনরায় মাদরাসাও চালু করবো। যেভাবে হাজিয়া সোফিয়ার প্রতিটি কোণে কোণে এক সময় কুরআন শেখানো হতো – সেভাবে এখন আবারও কুরআন শেখানো হবে।
সূত্র: সিএনএন ও বিবিসি।