রাতের বাসর তারার ফুলে ফুলে,
লেবু বাগানের গন্ধে বিভোর মন,
জুঁই ফুলে গেঁথেছি আমার বউ সাজ।
পাতার মর্মর পায়ের মলের সূর।
ভেসে যাওয়া নাও ঐ দূর বহু দূর!
আমার তৃষিত আঁখির প্রতি বিন্দু জলে-
হারাবে তুমি সে গভীর সেতারা পলে।
আঁখিতে ফুটবে শত জোছনার ফুল।
হাওয়ায় উড়বে মেঘেতে মাতাল চুল।
আজ বিদায়ে শাদা শাড়ি মোর দেহে-
বিয়োগ করেছে জন্মের তরে দোঁহে।
অজানা দেশের হাওয়াই জাহাজ
জোছনার ফুলে সাজাবে আমায় আজ।
মুদিত নয়ন হবে দৃষ্টি হারা।
নিভে যাবে সব প্রেম সায়াহ্নের তারা।
আজ তুমি নেই,আমি নেই,
আমার যাওয়ার পথে ফুটে রয়েছে নয়নতারা।
জোছনা নেমেছে বিরহি জমিন পরে
শত সহস্র জোছনার ফুল জমিনে রয়েছে ঝরে।