ভূমধ্যসাগরে খনিজ সম্পদ অনুসন্ধান তৎপরতা ইস্যুতে তুরস্কের সঙ্গে গ্রীসের উত্তেজনা বেড়েই চলেছে।
গ্রীস বলেছে – তুরস্ক ভূমধ্যসাগরের পূর্ব অংশে তাদের পানিসীমায় অনুসন্ধান তৎপরতা চালাচ্ছে। অবিলম্বে এ ধরণের তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছে এথেন্স। পক্ষান্তরে, তুরস্ক বলছে – নিজস্ব পানিসীমায় বৈধভাবে খনিজ সম্পদ অনুসন্ধান তৎপরতা চালানো হচ্ছে। অন্য কোনো দেশের পানিসীমা লঙ্ঘন করা হয়নি।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গ্রীসের দাবি প্রত্যাখ্যান করে বলেছে: গ্রীস আন্তর্জাতিক আইনবিরোধী কথা বলছে। গ্রীসের দাবির কোনো ভিত্তি নেই।
তুরস্কের পেট্রোলিয়াম কোম্পানি সাগরে হাইড্রোকার্বন অনুসন্ধানের তৎপরতা শুরুর পর থেকে দু দেশের মাঝে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ভূমধ্যসাগরের হাইড্রোকার্বন সমৃদ্ধ এলাকার মালিকানা নিয়ে অনেক আগে থেকেই এ দু দেশের মাঝে বিরোধ রয়েছে।
অবশ্য সাইপ্রাস ইস্যুতে দ্বিপক্ষীয় বিরোধের শেকড় আরও গভীরে।
সূত্র: ব্লুমবার্গ নিউজ।