যুক্তরাজ্যের হাউস অব কমন্সে শুনানি চলকালে উইঘুর মুসলিমদের প্রতি মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে বলে চীনকে অভিযুক্ত ও তিরস্কার করেছে মানবাধিকার উপকমিটি।
চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদেরকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে বেইজিংকে তিরস্কার করা হয়।
উইঘুর মুসলিমদের পরিচয়, ইতিহাস, ভাষা ও সংস্কৃতিকে ভেঙ্গে দিতে চীনকে দায়ী করেছেন বেশ কয়েকজন বিশেষজ্ঞ। তারা বলছেন: উইঘুর মুসলিমদের আটকে রেখে তাদের বিভিন্ন অঙ্গচ্ছেদ করা হয়েছে। চীনের বিউটি প্রডাক্টগুলোকে সচল করতে উইঘুর বন্দীদের ব্যবহার করা হয়েছে। তাদের জাতিসত্তাকে প্রশিক্ষণ দিয়ে বদলানোর অপচেষ্টা করা হয়েছে। সেই সঙ্গে জোর করে উইঘুর মুসলিমদের মান্দারিন ভাষা শেখানো এবং তাদের শিশুদেরকে এতিমখানায় পাঠানো হয়েছে – যা কিনা একটি কারাগারের মতোই। চীনের ৩০ লাখে উইঘুর মুসলিমকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। চীনের সরকারি কর্মকর্তারাও উইঘুর মুসলিমদের নির্যাতন করেছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
পছন্দের আরো লেখা