এবার করোনার প্রভাব পড়েছে ক্রিকেটের জায়ান্ট আসর আইসিসি ওয়ানডে (৫০ ওভার -পুরুষ) বিশ্বকাপেও। ফলে, পিছিয়ে গেলো ২০২৩ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ।
চার বছর পর ঘুরে আসা এ বৈশ্বিক আসর জমার কথা ছিলো ভারতের মাটিতে ৯ই ফেব্রুয়ারি থেকে ২৬শে মার্চ পর্যন্ত। কিন্তু আসরটি ৮ মাস পিছিয়ে দিয়েছে আর্ন্তজাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।
আইসিসি জানিয়েছে, ভারতে ২০২৩ সালে হতে যাওয়া ৫০ ওভারের ওয়ানডে বিশ্বকাপের জন্যে নির্ধারিত সময়সূচি পেছানো হয়েছে। নতুন সূচি মোতাবেক, বিশ্বকাপটি ঐ বছর অক্টোবর-নভেম্বর উইন্ডোতে হবে। ফাইনাল হবে ২৬শে নভেম্বরে। করোনাভাইরাসজনিত কারণে বন্ধ হয়ে থাকা ২০২৩ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো শেষ করতে নির্ধারিত সময় পেরিয়ে যাবে। তাই, সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।